![](https://bhagowanpurhighschool.com/wp-content/uploads/2025/02/1000147345-1024x1024.png)
আমাদের স্কুলের প্রিয় শিক্ষক দুলাল স্যারের আকস্মিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। বিদ্যালয়ের প্রতি তাঁর নিঃস্বার্থ অবদান, ছাত্র-ছাত্রীদের প্রতি তাঁর অকৃত্রিম ভালোবাসা, খেলাধুলায় তাঁর অগ্রণী ভূমিকা এবং বিভিন্ন স্কুল কার্যক্রমে তাঁর সক্রিয় অংশগ্রহণের জন্য তিনি এলাকাবাসীর কাছে অত্যন্ত জনপ্রিয় ছিলেন।
তাঁর অবদানের কথা স্মরণ করে আগামী মঙ্গলবার (04/02/25), বেলা ১:৪৫টায় ভগবানপুর হাইস্কুল প্রাঙ্গণে একটি শোকসভার আয়োজন করা হবে। উক্ত সভায় সমস্ত ছাত্র-ছাত্রী, এলাকাবাসী, প্রাক্তন ছাত্র-ছাত্রী এবং শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।
তাঁর স্মৃতিকে শ্রদ্ধা জানাতে আমরা সবাই একত্রিত হব।
ভগবানপুর উচ্চ বিদ্যালয়( উ. মা)